মোঃ গোলাপ মিয়া, ষ্টাফ রিপোর্টার লালমনিরহাট: লালমনিরহাটের সদর থানার পুলিশের বিশেষ অভিযানে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন জন ডাকাত সদস্য কে গ্রেফতার করেছেন সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ব্যাবহৃত বিভিন্ন চাকু দেশি অস্ত্র চাপাতি ও বিভিন্ন সরঞ্জাম সহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি পিকাপ সহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের দিক নির্দেশনায় সদর থানা এস আই (নিঃ) মোঃ জুয়েল চৌধুরী সঙ্গী ফোর্স (৫ অক্টোবর) রাত্রি কালীন বিশেষ অভিযান পরিচালনা করে ফুল গাছ মৌজার সোনার দিঘী পাড় এলাকার ডাকাতি প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা করেন আটককৃতরা হলেন, মোঃ বিল্লাল হোসেন (৪১) পিতা মোঃ কানাই শিকদার হারবাইত থানা জয়দেবপুর গাজীপুর ,মোঃ অশিদ মিয়া (২৭) মোঃ ইসাহাক মিয়া সাং গোয়ালকান্দি থানা তারাকান্দ জেলা ময়মনসিংহ মোঃ সোহাগ ইসলাম (২০ )পিতা মোঃ সাইদুল ইসলাম সাং দুরাকুটি থানা ও জেলা লালমনিরহাট। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরো ৪/৫ জন পালিয়ে যায়। পুলিশ জানান গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি লোহার হাতল যুক্ত বোল্ট কাটার মেশিন একটি লোহার পাইপ, ছোড়া , রশি ,একটি ফোন একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি পুরনো পিক আপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা এই চক্রটি দীর্ঘদিন ধরে আন্তজেলা ডাকাতি ও চুরি ঘটনার সাথে জড়িত রয়েছে। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানা পুলিশ।স্থানীয় গ্রামবাসী জানায় সম্পত্তি সময়ে এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়। পুলিশের অভিযানে ঢাকা থেকে গ্রামগঞ্জে আসা ডাকাত চক্রের সদস্যরা ধরা পড়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন ।