মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট।লালমনিরহাটে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার হাড়িভাঙ্গা মাজার মোড়ে এ দুর্ঘটনার পর ট্রাকের চালক কে আটক করা হয়েছে বলে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী জানিয়েছেন।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী বলেন, পঞ্চগ্রাম বার্নীর মেলায় দায়িত্ব পালনের জন্য লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে ১৫ জন পুলিশ সদস্যের একটি টিম ট্রাকে করে রওনা হয়। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক এসে পুলিশের বহনকারী গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১৫ পুলিশ সদস্য আহত গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। স্থানীয়রা জানান আহতদের উদ্ধারের সহায়তা করেন এলাকাবাসী সেই সাথে দুর্ঘটনার ট্রাক ও চালক সোহান কে আটক করা হয়েছে।