মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের সময় নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আছিয়া বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো আহত হয়েছে তিন জন।
শনিবার দুপুরে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে জমি দখল কে কেন্দ্র করে হত্যা ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত্যু আফার উদ্দিনের ছেলে আব্দুল আজিজ ওরফে জলিলের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার চাচাত ভাই মৃত্যু সোলেমান (ধোন্দার) ছেলে মতিয়ার রহমান গংদের সাথে , বিরোধপূর্ণ জমির পরিমাণ ৭৪ শতাংশ এরমধ্যে ১০ শতাংশ জমিতে জলিল মিয়া বসবাস করে আসছিল,বাকী জমি দখলের রয়েছে মতিয়ার রহমান গংদের কাছে । বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে বলে জানা যায়। আদালত মতিয়ারা রহমান গংদের পক্ষে রায় দেন বলে জানা যায়।
বিষয়টি স্থানীয় ভাবে ইতিপূর্বে মিমাংসা জন্য বৈঠক অনুষ্ঠিত হলে। মানবিক দিক বিবেচনা করে জলিলের বসবাসের জন্য ১০ শতাংশ জমি ছেড়ে দেওয়ার জন্য বৈঠকে প্রস্তাব ওঠে ছিল ।তবে মতিয়ার রহমান গংদের এই বিষয়ে আপত্তি জানানো হয়েছে বৈঠকে । তাদের ভাষ্যমতে জলিলদের অন্য জায়গায় জমি দিবে সেই খানে বাড়ী তৈরি করতে বলেছেন ,এতে তাদের প্রস্তাবে রাজি হয়নি জলিল গংদ্বয়।
শনিবার দুপুরে মতিয়ার রহমান গংদের তাদের দখলে থাকা জমি হাল চাষ শুরু করে দিলে এতে জলিল গংদের বাঁধা সৃষ্টি করে,একপর্যায়ে উভয় পক্ষের মাঝে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া । এদিকে প্রতিপক্ষ জলিলের উপরে আক্রমণ শুরু করলে তার বৃদ্ধা মা আছিয়া বেগম ছেলে কে রক্ষা করতে এগিয়ে যায়। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা মা আছিয়া বেগমের ঘটনাস্থলে নিহত হয় । উক্ত ঘটনায় আরো আহত হয়েছে ৩ জন , আহতদের তাৎক্ষণিক এলাকাবাসী উদ্ধার করে দ্রুত
লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাদের কে ভর্তি করে নিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন । বর্তমান আহত তিনজন চিকিৎসাধীন রয়েছে লালমনিরহাট সদর হাসপাতালে। সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের সাথে আহত ব্যক্তিদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন চিকিৎসা চলমান রয়েছে এখনো কিছু বলা সম্ভব হচ্ছে না। জমি সংক্রান্ত হত্যার ঘটনাটি সম্পর্কে আদিতমারী থানা অফিসার ইনচার্জ ( ওসি) আলী আকবর জানতে পেরে তাৎক্ষণিক ছুটে যায় দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে । এ সময় ঘটনার সাথে জড়িত থাকা এক নারী কে গ্রেফতার করেছে।
আদিতমারী থানা অফিসার ইনচার্জ আলী আকবর এই প্রতিনিধিকে বলেন হত্যার বিষয়টি খবর পেয়ে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে এক নারীকে গ্রেফতার করা হয়েছে সেই সাথে বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ।