মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ পুকুরে বয়লারে বিষাক্ত বর্জ্যের দূর গন্ধে স্কুল কলেজের ছাত্র/ ছাত্রী সহ জনগণ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না , এমনকি পুকুরে সংলগ্ন বাড়ীর লোকজন বয়লারে বিষাক্ত বর্জ্যের দূর গন্ধে একাধিক বার অসুস্থ হয়ে আদিতমারী ও লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।এই ব্যাপারে পুকুর পারের বাসিন্দা মোঃ বাবুল মিয়া বলেন দীর্ঘ দিন ধরে পুকুরে মালিক আয়ুব আলী ও আবুল কালাম কে দূর গন্ধ যুক্ত বিষাক্ত বয়লারে বর্জ্য পুকুর পাড়ে জমা রাখতে নিষেধ করেন, লোহা কুচি বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা রাস্তা সংলগ্ন পুকুর পাড়ে দূর গন্ধ বয়লারে বর্জ্য রাস্তা পাশে রাখতে নিষেধ করেন। পরিবেশ দূষণ ও বসতবাড়ি লোকজন দূর গন্ধে অসুস্থ হয়ে যাওয়া বিষয়টি গত ১ বছর ধরে পুকুরে মালিক কে বুঝিয়ে বলেও ব্যার্থ হয়েছেন, পুকুর মালিক কারো কথা কর্ণপাত না করে ক্ষমতা অপব্যবহার করে বয়লারে বিষাক্ত বর্জ্য পুকুর পাড়ে স্তূপ করে রাখে। এই ব্যাপারে ভুক্তভোগী ও এলাকাবাসী জানায় এই রাস্তা দিয়ে বিজিবি সদস্য সহ স্কুল কলেজের ছাত্র /ছাত্রী ও সর্বসাধারণের চলাচলের একমাত্র রাস্তা, এই রাস্তাটি বয়লারে বিষাক্ত বর্জ্যের দূর গন্ধে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ঘটনার সবশেষে ১৮/৩/২০২৫ ইং তারিখে পূণরায় পুকুরে মালিক ও দলবল নিয়ে বয়লারে কাঁচা দূর গন্ধ বিষাক্ত বর্জ্য নিয়ে আসলে এতে বসতবাড়ি মালিক বাবুল মিয়া বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে পুকুরে মালিক আয়ুব আলী , আবু কালাম ও নুর মোহাম্মদ বসতবাড়ি লোকজনদের উপরে আক্রমন করে আহত করে।এই ব্যাপারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সরকারের উদ্ধতম কর্তৃপক্ষের কাছে পরিবেশ দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানাযায় যায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী (বার ঘড়ি) এলাকার সীমান্ত ১ নং রাস্তা ও বসত বাড়ী সংলগ্ন একটি পুকুরে মাছের খাদ্যের নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে বয়লারে কাঁচা বিষক্রিয়া যুক্ত বর্জ্য সংগ্রহ করে বসত বাড়ী সংলগ্ন পুকুর পাড়ে স্তূপ করে রাখে সেই খান থেকে বর্জ্যের দূর গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পরে ,বিষয়টি সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ।