পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে রুপান্তর অপরাজিতা প্রকল্পের আয়োজনে পিরোজপুর জেলা অপরাজিতা নেটওয়ার্ক গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে ৯ সদস্য বিশিষ্ট্য একটি নির্বাহী কমিটি সহ ২১ জন নারী নেত্রী নিয়ে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি নেছরাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সহ সভাপতি নাজিুরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌসী রুনা, সাধারণ সম্পাদক ফাহমিদা বেগম মুন্নি, যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, কোষাধ্যক্ষ সুরাইয়া আক্তার হেপী, কার্যনির্বাহী সদস্য শাহিদা বারেক, কার্যনির্বাহী সদস্য রাশিদা আকরাম, কার্যনির্বাহী সদস্য শাহানাজ বেগম সহ ১২ জন সাধারণ সদস্য নিয়ে জেলা অপরাজিতা নেটওয়ার্ক গঠন করা হয়।
এর আগে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় নারী নেত্রী শাহিদা বারেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলভেটাস সুইস ইন্টার কো অপারেশন বাংলাদেশ এর মনিটারিং ও লানিং এক্সপার্ট ফাতেমা মাহামুদা। সভায় সহায়কের দায়িত্ব পালন করেন অপরাজিতা বরিশাল ক্লাস্টারের এডভোকেসী ও নেটওয়াকিং কো অর্ডিনেটর ঝুমু কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অপরাজিতা ফাহমিদা মুন্নি ও জেলা সমন্বয়কারী মোা: খলিলুর রহমান। সার্বিক সহযোগীতায় ছিলেন মাঠ সমস্বয়কারী শাহিদা বানু সোনিয়া ও জাহাঙ্গীর ফকির মিঠু।