প্রচলিত মুদ্রার পাশাপাশি ডিজিটাল মুদ্রা বাজারে আনছে রাশিয়া। যা চলতি বছরের ১ আগস্ট থেকে চালু হবে।সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি। এতে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সোমবার ডিজিটাল রুবল প্রবর্তনের জন্য একটি আইনে স্বাক্ষর করেছেন। দেশটির সরকারি পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইলেকট্রনিক মুদ্রাটি চলতি বছরের ১ আগস্ট থেকে চালু হবে।