রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ভারত সফরে আসছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এ কথা জানিয়েছেন।
মস্কোতে থাকা দোভাল জানান, সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, এটি আগস্টের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তাতে, নয়াদিল্লির রাশিয়ান তেল কেনার কারণে ভারত থেকে আমদানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এ নিয়ে ৫০ শতাংশ শুল্ক আরোপ হলো ভারতের ওপর।যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্ক আরোপের ঘটনাকে অন্যায্য ও অযৌক্তিক বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, শুক্রবারের মধ্যে চতুর্থ বছরে পড়া ইউক্রেনের যুদ্ধ থামাতে মস্কো রাজি না হলে রাশিয়ার তেল ক্রেতাদের উপর সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, আগামী দিনে পুতিনেরও ট্রাম্পের সাথে দেখা করার কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, উভয় পক্ষ একটি বৈঠক আয়োজনের জন্য কাজ করছে এবং বৈঠকের স্থান সম্পর্কে একমত হয়েছে তবে তা পরে ঘোষণা করা হবে।সূত্র: এনডিটিভি