মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার রাজৈর কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ এ জাতীয় শোক দিবস উদযাপন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
হয়।আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণীঅনুষ্ঠান সম্পন্ন হয়।সভায় সভাপতিত্ত করেন কলেজের অধ্যক্ষ বাবু মৃনাল গাইন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন কলেজের গভর্নিং বডি র সদস্য ও কবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান আলহাজ্ব মোঃ টিপু সুলতান মাতুব্বর। সভায় কলেজে র গভর্নিং বডি র সদস্য ও আসাফো মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর কাওসার আলম মিঠু র সার্বিক পরিচালনা য় উক্ত সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক বাবু উজ্জ্বল কুমার মন্ডল, শরীর চর্চা বিভাগের শিক্ষক মোঃ সাহাদাতহোসেন, অধ্যাপিকা লিলি রানি বিশ্বাস, অধ্যাপক মোঃ আমিনুর রহমান, বাবু বিভুতি ভুষন বাডৈ, ও ছাএলীগ নেতা মোঃ জাহিদ হাসান জনি, কলেজ ছাত্রী জামিলা খন্দকার, সাব্বির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক রচনা প্রতি যোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।