সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামে গত সোমবার বিকেলে দুলাভাইয়ের বিরুদ্ধে আপন শ্যালককে হত্যার অভিযোগ উঠে। এঘটনায় ওই দুলাভাইসহ সাতজনের নাম উল্লেখ করে রাজৈর থানায় একটি হত্যা মামলাও দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
এঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মামলার এজাহারভুক্ত সকল আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন প্রতিবাদ ও সমাবেশ করেছে।
(১১ জুলাই) মঙ্গলবার সকাল দশটায় রাজৈর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
এসময় উপস্থিত সবাই ফাঁসি চাই ফাঁসি স্লোগান স্লোগানে প্রতিবাদ জানান ও আসামীদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন প্রশাসনের কাছে।
এসময় মামলার এজাহারে থাকা আসামী রাজ্জাক ফকির, জুনায়েদ ফকির, বাইজিদ ফকির,ইসমাইল ফকির, সেন্টু মেল্লা ও ইমরান ফকিরকে গ্রেফতারের দাবী জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজৈর পৌরসভার সাবেক মেয়র শামীম নেওয়াজ, সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বক্কার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা মনীর সুজন ও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইমাম শাহরিয়ারসহ প্রমূখ।
উল্লেখ গত সোমবার বিকেলে উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামে রাজ্জার ফকিরের বাড়িতে তার শ্যালক রিপন শেখকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় ইতিমধ্যে মামলার চার নং আসামী রুমা বেগমকে রাজৈর থানা গ্রেফতার দেখিয়েছে।