মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার চারটি উপজেলায় পানির অভাবে পাট জাগ দিতে পারছে না কৃষক রা। ফলে ফলন বিপর্যয়ের দেখা দিতে পারে। প্রতিটি উপজেলার পাশ দিয়ে কুমার নদি ও আড়িয়াল খাঁ অবস্থিত। উল়়েখ্য মাদারীপুর জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন এর পাট চাষি হেমায়েত হাওলাদার বলেন, বাডির পাশে খালে পানি না থাকার ফলে পাট পচাতে পারছে না। এছাড়া রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন এর পাট চাষি ছোবাহান মোল্লা বলেন,বাডির পাশে চতলা ও পুকুরে পানি না থাকার ফলে পাট পচাতে পারছে না। কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন এর পাট চাষি দেলোয়ার হোসেন খান বলেন, আমার গ্রামের প্রায় ৫০জন কৃষক পাট জাগ দিতে না পারায় মারাত্মক ক্ষতি র স্বীকার হচ্ছি। শিবচর উপজেলার নিলখি ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের পাট চাষি মোঃ জাকির মাতুব্বর বলেন,প্রতি বছর আমার জমিতে একশত মন পাট ফলন হয়। কিন্তু এবছর পানি কম হওয়ার জন্য ও বৃষ্টি কম হওয়ার কারনেপাট পচাতে পারছি না। এ প্রসঙ্গে মাদারীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রাকৃতিক সমস্যা ও পর্যাপ্ত বৃষ্টি না-হওয়ার কারনে শত শত কৃষক রা বিপাকে পড়েছে। এ সমস্যা সমাধানের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ পরিচালক মোহাম্মদ ফরহাদুল মিরাজ বলেন,আঁশ কলের মাধ্যমে আমরা কৃষক দের সহযোগিতা করবো।