সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরের ইশিবপুরে হোলসিম সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় (২ ডিসেম্বর) সোমবার দুপুরে লাইলি বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয় ।
জানা যায় , হোলসিম সিমেন্ট ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-০১৭৭) রাজৈর থেকে শ্রিনদী যাচ্ছিলো। ট্রাকটি ইশিবপুর ব্রিজের উপর উঠলে গাড়িটি উঠতে না পেরে পিছনে আসে। পিছনে শ্রিনদী গামি একটি ইজিবাইকে চাপা দেয়, ইজিবাইকে থাকা অন্যান্য যাত্রীরা লাফিয়ে প্রাণে রক্ষা পায় কিন্তু ইজিবাইককে থাকা যাত্রী লাভ দিতে গিয়ে লাইলি বেগম(৫৫) ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে সে গুরুতর ভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে রাজৈর হসপিটালে আনা হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতর পরিচয় ইশিবপুর শাখারপাড় গ্রামের জয়নাল শেখের স্ত্রী। রাজৈর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) হরিদাস রায় জানান,ড্রাইভার ও ট্রাকটি সাধারণ জনগণ আটক করে এবং রাজৈর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার ও ট্রাকটি থানার হেফাজতে নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।