সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ অক্টোবর মঙ্গলবার) কলেজের হলরুমে সকাল দশটায় রাজৈর উপজেলার একমাত্র অনার্স ( সম্মান) কলেজ কবিরাজাপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিত সভায় ঢাকার শিল্প প্রতিষ্ঠান আরএম গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর জি এম, গোসাইদিয়া তালিমুল কুরআন মাদ্রাসার সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং নবগঠিত কলেজ ম্যামেজিং কমিটির সভাপতি শাজাহান নপ্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্জ গোলাম মোহসীন চৌধুরী।
এসময় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক কাওসার আলম মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজে অধ্যক্ষ বাবু মৃনাল গাইন, হাইকোর্টের সম্মানিত আইনজীবী ও নবগঠিত কলেজ কমিটির বিদ্যাউৎসায়ী সদস্য এডভোকেট আমিনুল ইসলাম বেলায়েত, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম মাস্টার, কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা হেমায়েত খান, শিক্ষার্থী অন্যনা আক্তারসহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজের নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, কলেজের সম্মানিত শিক্ষকগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদয়, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।