সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে পূবালী ব্যাংক পিএলসি ৫০৭ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে ।
(২৯ ডিসেম্বর রোববার) সকাল ১১টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের মাছ বাজার রোডের আজাহার প্লাজায় পূবালী ব্যাংক পিএলসি টেকেরহাট শাখার শুভ উদ্বোধন করা হয় ।
পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মাদ হাফিজুর রহমান সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, মাদারীপুর জেলা পুলিশের এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক, রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান, টেকেরহাট শাখার ম্যানেজার মোস্তফা খোন্দকার, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার আবদুল মতিন, দৈনিক যুগান্তরের টেকেরহাট প্রতিনিধি খোন্দকার রুহুল আমিন প্রমুখ । এই ব্যাংকটি উদ্বোধনের মধ্যে দিয়ে রাজৈরের টেকেরহাট বন্দরে সরকারি ও বেসরকারি ২২টি ব্যাংকের শাখা রয়েছে।