যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আটলান্টায় এমোরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে ক্যাম্পাসে ঢুকে পড়ে বন্দুকধারী। এরপর এলোপাতাড়ি গুলি চালানো শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয় বন্দুকযুদ্ধ।এক পর্যায়ে হামলাকারীর গুলিতে প্রাণ হারান এক পুলিশ কর্মকর্তা। পরে রাস্তার অপর দিকের একটি ভবন থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ।