এন এস বি ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা ঘটনায় তীব্র নিন্দা জানিযেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই ভয়াবহ হামলায় দোষীদের বিচারের আওতায় আনার জন্য ভারতকে সব ধরনের সমর্থনের বার্তা দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পরই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরই সৌদি আরবে সরকারি সফরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন। এসময় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘নারকীয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হামলায় অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে লড়াই চালিয়ে যাবে।