মেঘমল্লার রাগ
মহীতোষ গায়েন
কত ঝড় ঝাপটা,বেয়াদব সইলাম ইয়ত্তা নেই,
কত সাপ ব্যাঙ,নারী,নক্ষত্র হারালো অতলে;
আর কিছু হারানোর নেই,না মানুষ,না খেতাব
না পদ,এখন আর উলুবনে মুক্ত ছড়ানো নয়।
হৃদয়ের দরজা বন্ধ হয়ে গেছে পচা ঘাস,পাতা,
ও জঙ্গলে ; এখন আকাশের দিকে তাকিয়ে
থাকি অনাবিল আনন্দে,মেঘে মেঘে ঘষা লেগে
বিদ্যুৎ চমকায় শুভ্র রৈখিক,পোড়া হৃদয়ের ক্ষতে।
বৃষ্টি আসে না,কিছু মানুষ আছে,চাই চাই করে চেঁচায়
একটু পরিশুদ্ধ জল ও আশ্রয়ের জন্য,কিছুই পায় না;
নারীর ‘না’ জেনেছি,নাড়ি-নক্ষত্র জেনেছি,মন নয়,
সুখের আনন্দে তীব্র বিষাদযাপন মেঘমল্লার রাগে।