বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Kako ocjenjujemo online casina 2 উপকূলের কান্না: কয়রায় দুর্বল বেড়িবাঁধ ও লোনাপানির আগ্রাসন শৈলকুপায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু পিরোজপুরে মাল্টা সংগ্রহ ও বিপণনে সুনির্দিষ্ট ক্যালেন্ডার প্রণয়ন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ড. ইউনুস সরকার -রাশেদ খান কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙননদী’গর্ভে স্থাপনা-ফসলী জমি, বাস্তু হারা হয়েছে দু’শতাধিক পরিবার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন দুই নারী ডুমুরিয়ায় অপহরণের ১০দিন পর ভ্যান চালকের খণ্ডিত লাশ উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন দুই নারী

এস,এম,এ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধি
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে মোছাঃ খারুন্নেছা এবং মোছাঃ আছিয়া খাতুন তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা জানান, কামরুল ইসলাম গংরা সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং তাদের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে।
সোমবার (১১ আগস্ট, ২০২৫) বেলা ১১টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে খারুন্নেছা ও আছিয়া খাতুন বলেন, কয়রা মৌজার এস.এ ১০২৯/২ খতিয়ানের জমি নিয়ে কামরুল ইসলাম গংদের সঙ্গে তাদের বিরোধ চলছে। তারা বৈধভাবে ১৩ আগস্ট, ২০১৫ তারিখে ১৪৪৯ নং কোবলা দলিল মূলে ১৫৫৩/২৩, ১৫৫৪/২৩ এবং ২৮১৮/২২ নং দলিলে মোট ০.৪১ একর জমি ক্রয় করেন। এরপর তারা সীমানা নির্ধারণ করে বসতঘর নির্মাণ করে এবং গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন।
তারা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট, ২০২৪ তারিখ থেকে কামরুল ইসলাম গংরা তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন, জুলুম এবং হয়রানি করে আসছে। এই কাজে তাদের সহযোগিতা করছেন কয়রা ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ মতিয়ার রহমান।
লিখিত অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার উভয়পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করেন। গত ২০ জুলাই, ২০২৫ তারিখে শুনানির পর আমাদের কাগজপত্র সঠিক প্রমাণিত হয়, কিন্তু কামরুল ইসলাম গংদের কাগজপত্র সঠিক না হওয়ায় তাদের মুচলেকা দিতে হয়। মুচলেকায় বলা হয়, আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তারা ০.৪১ একর জমিতে কোনো ধরনের দখলদারি বা হয়রানিমূলক কার্যক্রম চালাতে পারবে না। সংবাদ সম্মেলনে খারুন্নেছা এবং আছিয়া খাতুন প্রশাসনের কাছে আবেদন জানান, প্রতিপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। একই সাথে তারা গত ৯ আগস্ট, ২০২৫ তারিখে কামরুল ইসলাম গংদের করা সংবাদ সম্মেলনের ভিত্তিতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host