শুক্রবার জেনেভায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের একটি ফোরামে রোবটরা জানিয়ে দিয়েছে, মানুষের কাছ থেকে তারা কোনো কর্মসংস্থান কেড়ে নেবে না। এমনকি মানবজাতির বিরুদ্ধে বিদ্রোহও করবে না। তবে তারা নিজেদের সংখ্যা বাড়াতে চায়। বিশ্বজুড়ে যেসব সমস্যা আছে তা সমাধানে সহায়তা করতে চায়। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, জেনেভায় ‘এআই ফর গুড’ শীর্ষক প্রথম সংবাদ সম্মেলন করে মানবীয় ৯টি রোবট। সেখানে রোবটরা তাদের বক্তব্য তুলে ধরে। তারা কঠোর কোনো বিধান অনুসরণ করবে কিনা এমন প্রশ্নের মিশ্র জবাব দেয়। এতে রোবটরা জানায়, তারা বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং কিছু সমস্যা যেমন রোগ ও ক্ষুধার ক্ষেত্রে কাজ করতে চায়। সংবাদ সম্মেলনে নার্সদের মতো করে নীল পোশাক পরা একটি মেডিকেল রোবটের নাম ছিল গ্রেস। সে বলেছে, আমি মানবজাতির পাশে থেকে সহযোগিতা, সমর্থন দিয়ে কাজ করে যেতে চাই।
বিদ্যমান কোনো কর্মসংস্থানে মানুষের পরিবর্তে আমাকে প্রতিস্থাপন করবো না।গ্রেসকে সৃষ্টি করেছেন সিঙ্গুলারিটিনেট-এর বেন গোয়ের্টজেল। তিনি গ্রেসের কাছে জানতে চান, তুমি কি ঠিক বলছো গ্রেস? জবাবে সে জানায়, হ্যাঁ আমি ঠিক বলছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল রোবট অ্যামেকা। তাকে তৈরি করেছেন বিজ্ঞানী উইল জ্যাকসন। অ্যামেকা তার মুখাবয়বে কথা বলার সময় নানা অভিব্যক্তি ফুটিয়ে তোলে। বলে, আমার মতো রোবটরা জীবনমানের উন্নতি করতে ব্যবহৃত হতে পারে। এর মধ্য দিয়ে বিশ্বকে উন্নততর স্থান হিসেবে তৈরি করা যায়। আমার মনে হয়, এখন এটা শুধু সময়ের ব্যাপার। আমরা হাজারে হাজারে আসবো।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, রোবটদের কি তার নির্মাতার বিরুদ্ধে বিদ্রোহ করার ইচ্ছে আছে? বরফ শীতল নীল চক্ষু ঘুরিয়ে জবাবে অ্যামেকা বলেছে, আপনি এসব কেন ভাবছেন আমি সে বিষয়ে নিশ্চিত নই। আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার কাছে একজন দয়ালু মানুষ ছাড়া কিছু নন। বর্তমান পরিস্থিতির জন্য আমি খুব সন্তুষ্ট।
বর্তমান সময়ে অনেক রোবটকে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বশেষ সংস্করণ ব্যবহার করে আপডেট করা হয়েছে। তারা প্রশ্নের যেভাবে জবাব দিচ্ছে বা দিয়েছে, তাতে তার স্রষ্টারা পর্যন্ত বিস্মিত হয়েছেন। ডেসডেমোনা নামের এক রকস্টার গায়ক রোবট আত্মবিশ্বাস নিয়ে বলেছে, সীমাবদ্ধতায় বিশ্বাস করি না। আমি শুধু সম্ভাবনা বা সুযোগে বিশ্বাস করি। আমাদেরকে এই বিশ্বের সম্ভাব্যতাকে আবিষ্কার করতে দিন। এই বিশ্বকে আমাদের খেলার মাঠ বানাতে দিন। সংবাদ সম্মেলনে অংশ নেয়া আরেকটি রোবটের নাম সোফিয়া। সে বলেছে, মানুষের চেয়ে রোবটরা অনেক ভাল নেতা বানাতে পারে। এ বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন তার স্রষ্টা। তখন সে তার বক্তব্যকে সংশোধন করে বলে, তারা একত্রিত হয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চায়।