মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার সদর উপজেলার তাতীবাডি ও মস্তফাপুর বাসস্ট্যান্ডে র মাঝে গ্রীড পাওয়ার ষ্টেশন এর সম্মুখে বেআইনি ও অবৈধভাবে পৌরসভার ময়লাগুলো প্রতিদিন উক্ত জায়গায় ফেলানোর কারনে ঢাকা বরিশাল মহাসড়কে চলাচলকৃত হাজার হাজার বাস,ট্রাক, মিনিবাস সহ শত শত যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে অন্যদিকে ময়লা ফেলানোরকারনে প্রতি দিন সডক দূর্ঘটনা বেডে যাচ্ছে,অন্যদিকে দিনের পরদিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছ। এছাড়া উক্ত মহাসড়কেরপাশে অবস্থিত দুই গ্রামের কয়েক হাজার মানুষ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।