মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়ার ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কবর জিয়ারত ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধান্ঞলী ঞাপন করা হয়। এ সময় মরহুম এম এ মোতালেব মিয়ার সমাধিস্হলে রাজৈর উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ সেকান্দার আলি,রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নুরুল হক খান,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামাল মাতুব্বর, ছাএলীগ উপজেলা শাখার একাংশের সভাপতি জাহিদ হাসান মুকিম,ছাএলীগ মাদারীপুর জেলা কমিটির সদস্য সুজন হোসেন রিফাত, আসাফো মাদারীপুর জেলা কমিটির সভাপতি প্রফেসর কাওসার আলম মিঠু, সহ স্থানীয় আওয়ামী লীগ সহ অংগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে ন। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ এর সাধারন সম্পাদক এডভোকেট এম রিপন গাজী।কবর জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন স্হানীয় মসজিদের ইমাম সাহেব।