রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধি
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৬:১২ অপরাহ্ন

সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মাদকের টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলেই  তার  বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
(২১ আগস্ট) সোমবার সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে এ ঘটনা ঘটে। নিহত জলিল উদ্দিন বয়রা (৫৫) একই এলাকার মৃত সোনামতি বয়রার ছেলে। অভিযুক্ত ইউসুফ বয়রা জলিল উদ্দিন বয়রার বড়ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে মাদকের টাকা চাওয়া নিয়ে বাবা জলিল উদ্দিনের সাথে ছেলে ইউসুফের বিরোধ সৃষ্টি হয়। সকালে মিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামেন আঁচার বিক্রি শুরু করেন জলিল উদ্দিন। মাদকের টাকা না দেয়ায় জেরে হঠাৎ তার বড়ছেলে বিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জলিলকে আহত করে বলে অভিযোগ ওঠে। আঁচার বিক্রেতার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ইউসুফ। গুরুতর অবস্থায় জলিলকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাহাদুরপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. সাহাবুদ্দিন শেখ বলেন, বিদ্যালয়ের কাছে জলিলকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকে সটকে পড়ে ইউসুফ। এই ঘটনার বিচার দাবি করছি।
নিহতের স্বজনদের জানান, ভ্যান চালায় ইউসুফ। প্রায়ই তার বাবার সাথে বিরোধ হয়। এজন্য কয়েকবার ইউসুফকে রশি দিয়ে বেঁধেও রাখা হয়। পরে এরই জেরে তার বাবাকে কুপিয়ে হত্যা করে ইউসুফ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, ছেলের হাতে বাবা খুনের খবর পেয়ে হাসপাতাল ও ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host