সুজন হোসেন রিফাত ,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার ভেন্নাবাড়ির বারোবাড়িয়ায় গাছের গুড়ি ফেলে ডাকাতি করার সময় হাতেনাতে ডাকাত দস্যু সর্দার কামাল পহলান ওরফে সিএনজি কামাল( ৪৩) কে রাজৈর থানা পুলিশ গ্রেপ্তার করছে, ১৮ মে শনিবার দুপুরে রাজৈর থানা পুলিশ প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। রাজৈর থানা ও এজাহার সুত্রে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করতে এই সিএনজি কামাল, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি ডাকাতি মামলা রয়েছে, তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলারর তিল্লা গ্রামের মৃত ফজল আলী পহলানের ছেলে বর্তামানে সে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের চড়াইল গ্রামের মহোন মিয়ার ভাড়া বাসায় থেকে এ ডাকাতি কাজ করতো। রাজৈর থানায় কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গার বাসিন্দা পিকআপ গাড়ীর হেল্পার মো লিটন চৌধুরী বাদী হয়ে সিএনজি কামালের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহার করা ধারালো ছ্যানদা, চারটি মোবাইল ফোন, নগদ ১৩ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আসাদুজ্জামান হাওলাদার ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।