শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরের রাজৈর কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রী কলেজ এ জরুরি সভা অনুষ্ঠিত

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১:৪৫ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ  মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত কলেজের নানাবিধ  সমস্যা  নিয়ে  জরুরি  উন্নয়ন  সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়  সভাপতিত্বকরেন  কলেজের  গভর্নিং বডি র সভাপতি   বাংলাদেশের  বিশিষ্ট শিক্ষাবিদ ও নারীনেত্রী  শাজাহান খান এমপি  র সহধর্মিণী  সৈয়দা রোকেয়া  শাজাহান। কলেজের  ভারপ্রাপ্ত  অধ্যক্ষ বাবু যুধিষ্ঠির  চন্দ্র সরকারের  পরিচালনায় কলেজের  হিতৈষী  সদস্য  আলহাজ্ব মোঃ  টিপু সুলতান  এর  হস্তক্ষেপ  এ নানাবিধ  উন্নয়নমূলক কার্যক্রম  সম্পর্কে বিস্তারিত  আলোচনা করেন এবং  কলেজে র সার্বিক  উন্নয়নে অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন আসাফো মাদারীপুর জেলা কমিটির সভাপতি   কলেজে র  গভর্নিং বডি র  সদস্য  প্রফেসর কাওসার আলম মিঠু ও  অর্থ  কমিটির  সদস্য  অধ্যাপক  জাহিদ হাসান সহ আরো অনেকে।
সভায় পূর্ব  এজেন্ডা অনুযায়ী  কলেজের অধ্যক্ষ বাবু মৃনাল গাইনের দূর্নীতি  ও অর্থ  আত্মসাৎ  সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে  আত্মপক্ষ সমর্থন করে  সভাপতি  কলেজে র  ফান্ডে সাত লক্ষ  টাকা ফেরত প্রদানের  নির্দেশ  দেন। সবশেষে কলেজে র  ফরম ফিলাপ সহ উন্নয়ন মুলক কর্মকান্ডনিয়ে আলোচনা শেষে  সভাপতি  সভার সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host