বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাদারীপুরের রাজৈরে ১০ দিন ব্যাপী আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাওসার আলম মিঠু, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ  মাদারীপুর জেলার রাজৈর উপজেলার  ১২ টি প্রতিষ্ঠানের২০জন স্কুল,কলেজে র শিক্ষকদের আইসিটি  বিষয়ক প্রশিক্ষণ  কর্মশালা  সম্পন্ন হয়।গনপ্রজাতন্ত্রী  বাংলাদেশ  সরকারের  আইসিটি  অধিদপ্তরের  আয়োজনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্হাপন প্রকল্পেরআওতায়  শেখ  রাসেল ডিজিটাল ল্যাব সংশ্লিষ্ট  প্রতিষ্ঠানের কর্মরত  স্কুল ও  কলেজে র  ২০ জন  পারদর্শী  শিক্ষকগনেরা এ প্রশিক্ষণ কর্মশালা য়  অংশ গ্রহণ করে ন।  আইসিটি  ইন  এডুকেশন লিটারেসি,ট্রাবেলশটিংএন্ড   মেইনটিন্যান্স ট্রেনিং ফর টিচার  নামক শিরোনাম    শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালা য়  প্রশিক্ষক  হিসেবে  দায়িত্ব পালন করেন  এস৷ আর ডিএল ৷ নামক প্রতিষ্ঠানের  কম্পিউটার  ইন্জিনিয়ার জুবায়ের  আহমেদ,  সজিব আহমেদ।  কোর্স কো-অর্ডিনেটর  মোঃ অনিক আহমেদ।  দশদিন  ব্যাপি  প্রশিক্ষণ কর্মশালা  শেষে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ওকোর্স সম্পর্কে  বিস্তারিত আলোচনা করে ন  রাজৈর উপজেলার  আইসিটি  অফিসার  মোঃ আসাদুজ্জামান  মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ  কলেজ শিক্ষক সমিতির নেতা  ও আসাফো মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর কাওসার আলম মিঠু।  সভা পরিচালনা করেন  প্রধান শিক্ষক  চৈতন্য  কুমার মন্ডল।  আলোচনা সভা য়  অংশ গ্রহণ করে ন  কবিরাজপুরছইফউদ্দিন ডিগ্রি কলেজ র শিক্ষক জাহিদ হাসান  ও বাবু উজ্জ্বল কুমার মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host