মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন এর নরারকাদি গ্রামের স্কুল ছাত্র মোঃ সাব্বির হোসেন কাজী নিজ বাড়ি থেকে মসজিদে নামাজ আদায় করিতে যাওয়ার সময় পুকুর পারে ন্যাশনাল গ্রিডের লোকজন.বাসকেটে রেখে গেলে স্কুল ছাত্র মোঃ সাব্বির হোসেন বাসের উপর পারাদেওয়ার সংগে সংগেই ছিটকে পড়ে গিয়ে অচেতন হয়ে গেলে সাথে সাথে ই রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার রা মৃত্যু ঘোষণা করেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন কাজী র মা অনে্্যর ঘরে বুয়ার কাজ করে সংসার চালায়। সাব্বির হোসেন র অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ মাগরিব জানাজা সম্পন্ন হয়। রাজৈর থানায় একটি ইউডি মামলা হয়েছে।