সুজন হোসেন রিফাত,মাদারীপুর: মাদারীপুরের কালকিনির আড়িয়াল খাঁ নদের চর আলীপুর গ্রামের ইউসুফের খেয়াঘাটের সংলগ্ন এক অজ্ঞাত মহিলার গলিত লাশ উদ্ধার করেছে রাজৈরের কবিরাজপুর নৌ-পুলিশ ফাঁড়ি। যদিও ওই লাশের নাম পরিচয় কিছুই মেলেনি। কবিরাজপুর নৌ-পুলিশ আই.সি উত্তম কুমার দাস বলেন, গত ( ৫ সেপ্টেম্বর)  বিকেলে কালকিনির চর আলীপুর গ্রামের ইউসুফের খেয়াঘাট নামক স্থান থেকে এ উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই মহিলার লাশের অনেক প্রচার প্রচারণা করার পরেও লাশের নাম পরিচয় কিছুই পাওয়া যায়নি।
তিনি আরও বলেন,  অজ্ঞাত ওই লাশের মাদারীপুর সদর হাসপাতালে   ময়না তদন্ত  করে মাদারীপুর পৌরসভার কবরস্থান মুসলিম শরিয়া অনুযায়ী দাফন করা হয়, এঘটনায় কালকিনি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে মামলা নং -৩৮ তারিখ ০৫/১০/২০২৩।