অলোক রায় স্টাফ রিপোর্টার: দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।
মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মকছেদুল মোমিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শনিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান মহম্মদপুর বাজার,উপজেলা পরিষদ ও হাসপাতাল।মহম্মদপুরে ফায়ার মেশিন দিয়ে স্প্রের মাধ্যমে এ মশক নিধন কার্যক্রম চালানো হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নের হাট,বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রমটি চলবে।