অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরা মহম্মদপুরে গণধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী। সূত্র জানায়, মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে দরিদ্র ঘোড়ার গাড়ী চালকের কন্যা। ক্ষতিগ্রস্ত মেয়ের মা জানান, তার মেয়ে একটি মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী।রবিবার সন্ধ্যায় তার বাড়ী থেকে কৌশলে মোবাইল করে ডেকে নিয়ে যায় ওই ঘটনার মূলহোতা আশরাফুল ওরফে ( আশরাফ) নামের ব্যক্তি। এক পর্যায়ে তাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চর-রামপুর গ্রামের একটি পাট ক্ষেতে এনে তাকে কয়েকজন লম্পট মিলে গণধর্ষণ করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মহম্মদপুর থানার পরিদর্শক তদন্ত মুন্সি রাসেল হোসেন জানান”মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য মাগুরা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুজনকে আটক করা হয়।
বাকি আসামিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অসিত কুমার রায় বলেন, ঘটনার রাতে আলামিন( ২৬)খাইরুল (৩০) নামের দুজনকে আটক করা হয়েছে ।এদের বাড়ী পলাশবাড়ীয়ার মৌলভী জোকা গ্রামে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করেছেন মামলা নং -৫ তারিখ ৩/৭/২০২৩।