অলোক রায় অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরা মহম্মদপুর উপজেলা সদর অবস্থিত পদক্ষেপ এনজিও এর মানবিক কেন্দ্র নামের কমিউনিটি ম্যানেজার তুলসী দাস বৈরাগী (৩২) নামের এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় সে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা ধারাবাশাইল গ্রামের বিশ্বনাথ বৈরাগী ছেলে।ওই এনজিওতে কর্মরত তার সহকর্মী মো. নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে তুলসী দাস বৈরাগী অফিসে না আসলে, তার অফিস সংলগ্ন ভাড়াটিয়া বাসায় উপজেলার বাজার রাধানগর গ্রামের মো. আমিমুল এহসান এর বাড়ীতে যেয়ে অফিসে আসার জন্য তাকে ডাকতে থাকি। কিন্তু তিনি দরজা না খোলায় অফিসে এসে সবাইকে বিষয়টি অবহিত করি এবং সহকর্মী মো. আশরাফুলকে নিয়ে গিয়ে দরজা খুলে দেখতে পাই তার মৃত দেহ। নাকের উপর দিয়ে পিপড়া বেয়ে বেড়াচ্ছে । একপর্যায়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে।এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অসিত কুমার রায় জানান,
মৃত্যুর কারণ জানা যায়নি। ডাক্তারি পরীক্ষায় বিস্তারিত জানা যাবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোনো মামলা হয়নি।