অলোক রায় স্টাফ রিপোর্ট: মাগুরা মহম্মদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু হয়েছে। যার গাড়ী নং- ঢাকা মেট্রো ন ২৩- ১৫ ৬২ মো. আনোয়ার হোসেন (৪৩ )নামের এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে সে মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে আব্দুল সালাম মোল্লার ছেলে। তার সহকারী আব্দুল হালিম (৫৫) পিতা মৃত আয়েন উদ্দিন মোল্লা গ্রাম হরিয়ান নগর, উভয়কে দুর্ঘটনার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চালক আনোয়ার হোসেন এর মৃত্যু হয়।
আব্দুল হালিমকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে একটি পিকআপ মহম্মদপুর- বিনোদপুর প্রধান সড়কের ধোয়াইল উত্তরপাড়ার দবির মোল্লার বাড়ীর পাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেন্ডিগাছের সাথে দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে মহম্মদপুর থানার এস আই মো.জান্নাতুল ফেরদৌস বাদশা জানান,, পুলিশ পিকআপটিকে জব্দ করেছে এবং ডাক্তারী পরীক্ষার জন্যে লাশটিকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে । মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।