অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুরে বাবুখালী ইউনিয়নের চরসেলামতপুর গ্রামে রোভা ফাউন্ডেশনের শিখন কেন্দ্রের পড়ুয়া এক স্কুলছাত্রী (৯)বছর বয়সী নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে । বীরেন বিশ্বাস (৬৭) নামের এক বৃদ্ধ লম্পট কর্তৃক এই ঘটনার শিকার হয়। গত রবিবার উপজেলার বাবুখালী ইউনিয়নে চরসেলামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাট দুদিন পরে মঙ্গলবার ওই শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের কাছে খুলে বলে।ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জানাগেছে,ধর্ষিত শিশুটি গত রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঐ গ্রামের মৃত যতিন বিশ্বাসের ছেলে বীরেন বিশ্বাস (৬৭) ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে তাকে তার বাড়িতে নিয়ে যায়।
এক বছর পূর্বে লম্পট ধর্ষক এর স্ত্রীর মৃত্যু হয়। ফলে ফাকা ওই বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশু খুব অসুস্থ হয়ে পড়লে তার সৎ মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে । মঙ্গলবার শিশুটির বাবা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
শিশুটির বাবা বলেন, ওই লোক তাকে টাকার প্রলোভন দেখিয়ে বেশ কয়েকদিন যাবত নিজের বাড়িতে নিয়ে এবং পাশের পাটক্ষেতে ধর্ষণ করে আসছে বলে শিশুটি আমাদের জানিয়েছে। ভয়ে এতদিন কিছু বলেনি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।