অলোক রায় স্টাফ রিপোর্টার: মাগুরায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দ্বিতীয় স্ত্রীর ছুরিকাঘাতে লাভলু দাস (২৮) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটেছে। ঘটনার পর মৃতের স্ত্রী স্মৃতি দাসকে আটক করেছে পুলিশ। শহরের নিজনান্দয়ালী গ্রামের তপন দাসের পুত্র লাভলু দাস। সে পৌরসভার সাজিয়ার ঢালে নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করত।
জানাযায় লাভলু দাস ঝিনাইদহের হরিনাকুন্ডর সাচিলাপুর গ্রামের লক্ষ্মী দাস তার প্রথম স্ত্রী।
সেখানে তার দুটি ছেলে- মেয়ে রয়েছে । কিছুদিন পূর্বে প্রথম স্ত্রীর অজান্তে দ্বিতীয় বিবাহ করেন তার মেসোতো বন বোন স্মৃতি দাসকে।
বিবাহের পর থেকে তারা মাগুরা সাহাপাড়ায় বসবাস করে আসছিলেন। এ বিবাহে পরিবারের সম্মতি না থাকায় উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় । সংসারে প্রায়ই ঝগড়া লেগেই থাকত। রবিবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এবং আক্রমণ হত।
এ সময় তার স্ত্রী স্মৃতি দাস ফুলকাটা চাকু দিয়ে তার বুকে আঘাত করলে লাভলু দাশ গুরুতর আহত হন। এ ঘটনার পর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাগুরা-২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) দেবাশীষ কর্মকার জানিয়েছেন,তারা উভয়ের উপর হামলা চালিয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। লাভলু দাস মারা গেলেও স্মৃতি দাসও কমবেশি আহত হয়েছে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় স্মৃতি দাসকে পুলিশ আটক রেখেছেন ।