বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণের বারসহ ২জন আটক

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে  ৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম স্বর্ণেও ৪৬টি বারসহ ২  জনকে আটক বিজিবি।
গতকাল (১৮ নভেম্বর)  বিকাল ৫টার দিকে এ স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) এর পরিচালক আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দুই জন চোরাকারবারী বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে মহেশপুরের সামাšাÍ এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে, এরকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর বিকালে মহেশপুর ব্যাটালিয়ন  (৫৮ বিজিবি) এর অধিনায়কের দিক নির্দেশনায় সামান্তা বিওপি’র একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মোঃ আলতাফ হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান করে। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক ৫টার দিকে ২ জন চোরাকারবারী পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে বিজিবি টহলদল কর্তৃক স্বর্ণ চোরাকারবারী  মোঃ আব্দুল কাদের মন্ডল (৬০) ও মোঃ দুলাল (৪৮) কে আটক করে।

পরবর্তীতে আটককৃতদের শরীর তল্লাশী করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় সর্বমোট ৪৬টি দেশীয় গলানো স্বর্ণের ফ্লাটবার পাওয়া যায়, যার ওজন-৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫কোটি ৯৫ লক্ষ ৫৩ হাজার দুইশত দশ টাকা। আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রায়পুর গ্রামের মৃত রজব আলীর ছেলে  মোঃ আব্দুল কাদের মন্ডল এবং একই গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে  মোঃ দুলাল।
আটককৃতদের স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় গ্রেপ্তার করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host