ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভায়াগ্রা, আতশবাজি এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক করেছে ব্যাটেলিয়ান (৫৮ বিজিবি) ।
গত বুধবার (২০মার্চ) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম লিখিত বিজ্ঞপ্তিতে জানান, ২০ মার্চ (বৃহস্পতিবার) রাত ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/৮-আর হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবনগর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর হতে হাবিলদার মোঃ আতোয়ার রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী ৪নাগরিক কে (নারী-০২ এবং শিশু-০২) আটক করা হয়। আটককৃদেরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও সকাল ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৪৫-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের পশ্চিমপাড়া বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আবেদ আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী ৬নাগরিককে আটক করে। তারা হলেন শরিফুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আমছার আলী মোল্লাা, গ্রামঃ বৈকারী সরদারপাড়া, পোষ্টঃ বৈকারী সরদারপাড়া, থানাঃ সাতক্ষীরা সদর, জেলাঃ সাতক্ষীরা, মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৪), পিতাঃ-মোঃ আব্দুস সালাম, বৈকারী সরদারপাড়া, পোষ্টঃ বৈকারী সরদারপাড়া, থানাঃ সাতক্ষীরা সদর, জেলাঃ সাতক্ষীরা, মোঃ হাসান হাওলাদার (২৫) , পিতাঃ মৃত ইউনুচ আলী হাওলাদার, গ্রামঃ বড়বাদুরা, পোষ্ট-ফটিকবাড়ী, থানাঃ মোড়েলগঞ্জ , জেলাঃ বাগের হাট, মোঃ সালাউদ্দীন (২০), পিতাঃ আজিবার, গ্রামঃ বাঘাডাঙ্গা পশ্চিমপাড়া, পোষ্টঃ নেপা, থানাঃ মহেশপুর, জেলাঃ ঝিনাইদহ, মোঃ বাদশা শেখ (৩১) , পিতাঃ মোঃ আফজাল শেখ, গ্রামঃ সুক্তগ্রাম, পোষ্টঃ সুক্তগ্রাম, থানাঃ কালীয়া, জেলাঃ নড়াইল এবং মোঃ আল আমিন (১৯) পিতাঃ রোস্তম বিশ্বাস, গ্রামঃ খড়রিয়া, পোষ্টঃ খড়রিয়া, থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাছাড়াও ওইদিন সকাল সাড়ে ৬টার দিকে মেদিনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৪ হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের বাজারের পাঁকা রাস্তার উপর হতে নায়েক মোঃ সায়াদ হোসাইন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী ৬নাগরিককে আটক করে তারা হলেন মোফাজ্জেল মোল্যা (৩২), পিতাঃ আফজাল মোল্যা, গ্রামঃ কুলশুরা, পোষ্টঃ কুলশুরা, থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইল এবং নিখিল মন্ডল (৬২), পিতাঃ জ্যোতিষ চন্দ্র মন্ডল, গ্রামঃ মাঝেরাবাদ বয়ারঝাপা, পোষ্টঃ সোনাদানা, থানাঃ পাইকগাছা, জেলাঃ খুলনা, নারী-০২ এবং শিশু-০২ আটক করা হয়। আটককৃতদেরকে চুয়াডাংগা জেলার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। একই তারিখে বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ জিনারুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী ৬নাগরিককে আটক করা হয়েছে তারা হলেন ছানিবার রহমান (৪২), পিতাঃ হয়াত আলী, গ্রামঃ ফৈলজানা, থানাঃ চাটমহর, জেলাঃ পাবনা, মোঃ জাহাঙ্গীর আলম (৪২), পিতাঃ তোফাজ্জল শেখ, গ্রামঃ ফৈলজানা, থানাঃ চাটমহর, জেলাঃ পাবনা, চিন্ময় মৃধা (২৪), পিতাঃ চৈতন্ন মৃধা, গ্রামঃ লাটেঙ্গা, থানাঃ কোটালিপাড়া, জেলাঃ গোপালগন্জ, আলী আহম্মদ (৬২), পিতাঃ মৃত আব্দুর গফুর শেখ,গ্রামঃ পেড়িখালি, থানাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট, অনিক বিশ্বাস (১৯), পিতাঃ আশুতোষ বিশ্বাস, গ্রামঃ দক্ষিন শশিকর, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারিপুর এবং মোঃ তরিকুল ইসলাম (৩১), পিতাঃ মোঃ আমছার আলী, বৈকারী সরদারপাড়া, পোষ্টঃ বৈকারী সরদারপাড়া, থানাঃ সাতক্ষীরা সদর, জেলাঃ সাতক্ষীরা। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়াও গত ১৯ মার্চ মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/৯-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ রকিমের বাঁশবাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ইকবাল হোসেন ভুইয়া এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২৫০ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও ওইদিন আনুমানিক রাত ২টা ৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের বেলেঘাট নামক স্থানের মেহগনি বাগানের মধ্যে হতে সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৩ পিচ ভিওআইপি গেটওয়ে সেট ৩২টি পোর্ট উদ্ধার করা হয়। ওই দিনই রাত সাড়ে ৮টার দিকে নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৬/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ সাহার আলীর আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৬৫৫ পিচ আতশবাজি উদ্ধার করা হয়। ওই তারিখেই রাত ৯টার দিকে একই ব্যাটেলিয়নের বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর হতে হাবিলদার মোঃ মনিরুজ্জামান সিকদার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাঠালিয়া গ্রামের সুজন মন্ডলের ছেলে জয় মন্ডল (২৪) আটক করা হয়। আটককৃত জয়কে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়াও ওই দিনেই বেলা পোনে ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/২২-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের বিএসপি পোষ্ট বরাবর কোদালিয়া নদীর তীর হতে হাবিলদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ধুর নামে ১ জন (নারী) কে আটক করা হয়। আটককৃত ধুরকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধীর নিকট সোপর্দ করা হয়েছে।