বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহারাষ্ট্রে ‘বাংলাদেশ’

Reporter Name
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৪:৫০ অপরাহ্ন

ভারতের মহারাষ্ট্রে এবার একটি বাস স্টপেজের নামকরণ করা হয়েছে বাংলাদেশের নামে। এই নামকরণকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রের থানে জেলার মিরা ভায়ান্দার পৌরসভার একটি বাস স্টপের নামকরণ করা হয় বাংলাদেশের নাম অনুসারে। মিরা ভায়ান্দার পৌর কর্তৃপক্ষ গত শুক্রবার (১৬ জুন) এই নামকরণ করে।

‘বাংলাদেশ’ নামে ওই বাস স্টপটি মিরা ভায়ান্দার পৌরসভার পশ্চিম ভায়ান্দারের উঠান চক নামে এলাকায় অবস্থিত। কেবল নামকরণ করেই ক্ষান্ত থাকেনি পৌর কর্তৃপক্ষ। সেখানে তারা রীতিমতো একটি নাম ফলকও টাঙিয়ে দিয়েছে।
 
কেবল বাস স্টপের নাম বাংলাদেশ নয়। সেখানে বাংলাদেশ নামে একটি পাড়াও রয়েছে। এই পাড়ার নামকরণ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এ এলাকায় সাধারণত পশ্চিমবঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা বাস করে। যারা দীর্ঘ কয়েক বছর আগে চাকরি এবং সহজলভ্য বাসস্থানের সন্ধানে এখানে এসেছিল। এলাকাটি প্রথমে ইন্দিরা নগর নামে পরিচিত ছিল কিন্তু বাঙালিদের উপস্থিতির কারণে এই এলাকাটিকে বাংলাদেশ বলা হতো।’
 
এদিকে, বাস স্টপের নাম ‘বাংলাদেশ’ করায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। তাদের অনেকেই বিষয়টি ইতিবাচকভাবে নিলেও অনেকে আবার এর বিরোধিতা করছেন। তাদের দাবি, এই নামকরণ স্থানীয় বাসিন্দাদের আত্মপরিচয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host