এন এস বি ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ হবে। রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক; কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং মাদ্রাসার সুপার ও সহকারী সুপার পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এনটিআরসিএ’র মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে রোববারই এক অনুষ্ঠানে জানিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তার ভাষ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত’ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এতদিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগে সুপারিশ করার দায়িত্ব এনটিআরসিএ’র হাতে ছিল। তবে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও কর্মচারী পদে নিয়োগের ক্ষমতা ছিল পরিচালনা পর্ষদের হাতে। এখন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের নিয়োগের দায়িত্ব পেল এনটিআরসিএ।
নতুন নিয়মে কর্মচারী নিয়োগ দেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত নিয়োগ সুপারিশ কমিটি।