মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একমাত্র অনার্স কলেজ কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজ এ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে কলেজ অফিস কক্ষে আয়োজিত আলোচনা সভা য় সভাপতি ত্ব করে ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সুশান্ত দত্ত। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে মৌলিক দাবি দাওয়া ও অধিকার প্রতিষ্ঠা র লক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষকসমিতির জেলা কমিটির নেতা কলেজ গভর্নিং বডি র সদস্য প্রফেসর কাওসার আলম মিঠু, শিক্ষক প্রতি নিধি অধ্যাপক বাব্ু বিভূতি ভুষন বাডৈ , ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বাবু উজ্জ্বল কুমার মন্ডল এবং খণ্ডকালীন শিক্ষক মোঃ আল আমিন আকন সহ আরো অনেকে। সভা পরিচালনা করেন কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান।