বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবন সুরক্ষায় একাত্মতা

এস,এম এ রউফ,কয়রা,খুলনা প্রতিনিধি
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:০৫ অপরাহ্ন

এস এম এ রউফ,কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্ব বাঘ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) খুলনায় ব্যতিক্রমী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবনের বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষয়ে আগ্রহী করে তোলার লক্ষ্যে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় সুন্দরবন খুলনা রেঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে। নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঘ সংরক্ষণে গুরুত্বারোপ
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিটু। তিনি তার বক্তব্যে সুন্দরবনের বাঘের গুরুত্ব এবং এদের সংরক্ষণে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান। তিনি বাঘের বর্তমান অবস্থা, তাদের আবাসস্থল রক্ষা এবং চোরা শিকার রোধে বন বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “সুন্দরবনের বাঘ শুধুমাত্র একটি প্রাণী নয়, এটি আমাদের বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। বাঘ না থাকলে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী, নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, শিক্ষক মাধব চন্দ্র হালদার, ভিটিআরটি সদস্য লুৎফর রহমান সানা এবং শিক্ষার্থীরা, যাদের মধ্যে দিলরুবা খাতুন ও ইমরান হোসেন তাদের অনুভূতি প্রকাশ করে। বক্তারা সকলেই বাঘ সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠী এবং শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সুন্দরবনের বাঘ: এক অনন্য প্রতিবেশীর গুরুত্ব
সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল। এই বাঘেরা শুধুমাত্র সুন্দরবনের ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখে না, বরং এটি বাংলাদেশের জাতীয় গর্ব এবং জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। সুন্দরবনের বাঘেরা তাদের শিকারের মাধ্যমে বনের তৃণভোজী প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণ করে, যা বনের উদ্ভিদকুলকে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু জলবায়ু পরিবর্তন, লবণাক্ততার বৃদ্ধি, আবাসস্থলের ক্ষতি এবং চোরা শিকারের কারণে সুন্দরবনের বাঘ আজ বিপন্ন। তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।
পুরস্কার বিতরণী ও ভবিষ্যৎ পরিকল্পনা
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বাঘ সংরক্ষণ কার্যক্রমে তাদের আগ্রহের প্রতিফলন ঘটায়। সুন্দরবন খুলনা রেঞ্জ আগামীতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। এই আয়োজন সুন্দরবনের বাঘ রক্ষায় স্থানীয়দের সম্পৃক্ততা বাড়াতে এবং তাদের মধ্যে বাঘের প্রতি মমতা ও দায়িত্ববোধ তৈরি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host