ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা, বিল ডাকাতিয়াসহ কয়েকটি খালের অবৈধ দখলদার উচ্ছেদের পর পুন:দখলের চেষ্টা ব্যর্থ হয়ে মামলা ও হুমকি ধামকি দিয়ে হয়রানির অভিযোগ করে গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলার থুকড়া বাজার চত্বরে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মহল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিল ডাকাতিয়া সংগ্রাম ঐক্যজোটের আহবায়ক শেখ আমান উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন; বিএম সামিউল ইসলাম, বিএম নাজমুল ইসলাম, ইউপি সদস্য গোলাম রব্বানী, শেখ বিল্লাল হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে তারা বলেন; বিল ডাকাতিয়াসহ কয়েকটি বিলের খাল অবৈধভাবে দখল করে আইউব আলী গাজী, কামরুল সরদার, মনির সরদার, ফারুখ বিশ্বাস, কনক শেখ, আবু সালেহ, নূর আহম্মেদ মুকুল, হাফিজুর বিশ্বাসসহ কতিপয় ব্যক্তি নেট পাটা দিয়ে মাছ চাষ করে আসছিল। ফলে বৃষ্টি মৌসুমে অবৈধ দখলদারদের বাধাঁরমুখে খালের পানির ব্যবহার এবং নৌকা চলাচল করতে না পারায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল। চলতি বর্ষা মৌসুমে খাল বিল গ্রাম প্লাবিত হওয়ায় জনগণ দুর্দাশার কবলে পড়ে। এমতাবস্থায় জনগণের দাবীরমুখে প্রশাসন ও ভুক্তভোগীরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে খালগুলো উম্মুক্ত করে দেন। পরবর্তীতে দখলদাররা ঐখালগুলো পুন:দখলের চেষ্টা করতে থাকলে জনগণ বাঁধা দেয়। ফলে তারা বিল ডাকাতিয়া সংগ্রাম ঐক্যজোট, স্থানীয় জনপ্রতিনিধিে প্রতিবাদী জনগণের বিরুদ্ধেমামলা ও হুমকি ধামকি দিয়ে চলেছে।