শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষককে উলিপুরে সংবর্ধনা

হাফিজুর রহমান সেলিম, কুড়িগ্রাম
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
Oplus_131072

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মাহবুবার রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর প্রেসক্লাব হলরুমে ‘বন্ধু আমার’ ৮৮ এসএসসি ব্যাচের পক্ষ থেকে নানা আয়োজনে বজরা সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমানকে এ সংবর্ধনা জানানো হয়।

‘আমরা বন্ধু’ এসএসি ৮৮ ব্যাচের উপজেলা যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আহ্বায়ক শামীম আক্তার আমীন।

এ সময় বক্তব্য রাখেন, জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান অভি, উলিপুর প্রেস ক্লাব সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী ,উলিপুর প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হান্নান, সাবেক সভাপতি মোন্নাফ আলী, সদস্য নুরবক্ত মিয়া, নুরুজ্জামান সরকার, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব, উত্তর দড়ি কিশোরপুর সর. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুন্নবী, প্র.শি. রাজনগর হাসানিয়া সর. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, অভিনন্দিত প্রধান শিক্ষক মাহবুবার রহমান প্রমুখ।

বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গুনি ও সৃজনশীল প্রধান শিক্ষক মাহবুবার রহমানের এমন কৃতিত্বে আমরা গর্বিত ও আনন্দিত।

অভিনন্দিত শিক্ষক মাহবুবার রহমান সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমি যেনো এই অর্জন রক্ষা করতে পারি এবং প্রিয় বিদ্যাপীঠের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞাও প্রকাশ করেন।

উল্লেখ্য, আসন্ন বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদরাসা পর্যায়ে শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, মানসম্মত শিক্ষা প্রদান, বিদ্যালয়ে সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এ সম্মাননায় ভূষিত হন শিক্ষক মাহবুবার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host