কয়রা (খুলনা): সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ এবং কাঁকড়া ধরার অভিযোগে তিন জেলেকে আটক করে কারাগারে পাঠিয়েছে বন বিভাগ। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়।
বন বিভাগ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় একটি ডিঙ্গি নৌকা দেখতে পান। সন্দেহ হওয়ায় নৌকাটির কাছে গেলে এর আরোহীরা কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন। এ সময় নৌকা থেকে ৩৫ কেজি কাঁকড়া এবং কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার নাপতিখালী গ্রামের রবিউল (৪২) ও আবুল বাশার (৩৫) এবং সাপখালী গ্রামের মোঃ ঈসা (৪২)। কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিরা শ্যামনগরের গাবুরার চিহ্নিত চাঁদাবাজ নূর মোহাম্মাদের ছত্রছায়ায় প্রায়ই অবৈধভাবে বনে প্রবেশ করতেন।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি নিয়ে জব্দকৃত কাঁকড়াগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।