খুলনা ব্যুরো।। আন্তর্জাতিক গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শাহপুর শাখা আয়োজিত ৩০ আগস্ট বেলা ১১টায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাঙচিল শাহপুর অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন গাঙচিল ডুমুরিয়া উপজেলার সমন্বয়ক কবি ও সাহিত্যিক এস এম নূরুল ইসলাম। শাহপুর শাখা সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জীর সঞ্চালনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপর আলোচনা করেন, কবি ও সাহিত্যিক দীনেশ চন্দ্র মণ্ডল, শিল্পী পুরঞ্জয় কবিরাজ, অসীম কুমার সাহা, সুমন বিপ্লব, আঃ রাজ্জাক, অর্ণব হাসান প্রমুখ। কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন কবি এস এম নূরুল ইসলাম, শিল্পী পুরঞ্জয় কবিরাজ, দীনেশ চন্দ্র মণ্ডল, রোদেলা রহমান, মেহেদী হাসান নিরব প্রমুখ। শেষে আগামী ১৫ সেপ্টেম্বর গাঙচিলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং ১৫ নভেম্বর গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়।