এনএসবি ডেস্ক: বাস পিকআপ সংঘর্ষে ফরিদপুরে নিহত ১৪। এ দুর্ঘটনায় নিহত একই পরিবারের পাঁচজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন- রাকিব হোসেন, তার স্ত্রী সুমি বেগম (২৩) ও তাদের দুই সন্তান রোহান (৬) ও রায়হান হাবিব (৩) এবং রাকিবের মা হরি। তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস মাগুরা যাচ্ছিলো। পথে ফরিদপুরের কানাইপুরের দিপনগর এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপভ্যানটি। এতে ঘটনাস্থলে পিকআপভ্যানের চালকসহ ১৩ যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন একজন। মালামালের জায়গায় যাত্রী বহন করছিলো ওই পিকআপভ্যানটি বলে জানান তারা। এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুল আলম। তিনি বলেন, পিকআপভ্যানটি ভাড়া করে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরে যাচ্ছিলেন যাত্রীরা। পথে মাগুরাগামী বাসের সঙ্গে ওই পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।