এন এস বি ডেস্ক: গাজীপুর মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির মালিকের হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) রাত আড়াইটার দিকে। এসময় ডাকাতরা বাড়ির মালিক সোবহানকে রড দিয়ে আঘাত করে আহত করে এবং লুট শেষে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়।
বাড়ির মালিক, পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোবহান বুধবার রাতে কক্সবাজার থেকে বাসায় ফেরেন। ফেরার পর বাসার কেচিগেট খোলা রেখে খাবারের টেবিলে বসে ছিলেন। এমন সময় ৮-১০ জনের একটি ডাকাত দল রুমে ঢুকে পড়ে। তারা সোবহানকে রড দিয়ে আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। এরপর আলমারির তালা ভেঙে ৯ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়।
প্রতিবেশী সরোয়ার বলেন, ‘ডাকাতরা চলে যাওয়ার পর আমরা চিৎকার শুনতে পাই। বিদেশে থাকা তার ছেলে আমাকে ফোন করে। পরে আমরা গিয়ে ঘটনাস্থল দেখতে পাই এবং ৯৯৯-এ ফোন করি। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে।’
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘রাতে খবর পেয়ে আমাদের একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’