এনএসবি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে ঢাকা আসার পথে বাগেরহাটে হামলা শিকার হয়েছেন শিক্ষার্থীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে। পথে ইমাদ পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে চলায় হ্যান্ড মাইকে সতর্ক করেন সমন্বয়করা। গাড়িবহর বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের গাড়ি বহরের গতিরোধ করে তাদেরকে মারপিট করে বাস শ্রমিকরা।
ছাত্ররা প্রতিরোধ করার চেষ্টা করলে বাস শ্রমিকদের সঙ্গে স্থানীয় সন্ত্রাসীরাও ছাত্রদের মারদর করে। এতে আহত হয় অন্তত ২০ জন। শিক্ষার্থীদের অভিযোগ, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও পুলিশ নিরব ভূমিকায় ছিল।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের গাড়ি বহর মোল্লাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।