আকাশে পেঁজা তুলোর মত ভাসে স্বচ্ছ মেঘ,
গাছেতে গাছেতে সকালে পাখিদের জয়গান ;
বকুল গাছের সাদা প্রজাপতি উড়ছে শান্তিতে
বাংলার সবুজ পাতায় ঘেরা উজ্জ্বল স্বর্ণ ধান।
ভরা ভাদ্রের নদীর মত যৌবনা রমনীরা হাসে
কোথাও কাশের বনেতে কাশফুল উঁকি দেয়,
আশ্বিন আসতে দেরি নেই,পুজোর গন্ধ ভাসে…
সমূহ বাতাসে,সবাই বাংলা বলার শপথ নেয়।
বাংলা আকাশে,বাংলা বাতাসে,নদীর হাওয়ায়
সাদা মেঘেরা বলে এসো; বাংলাকে ভালবাসি
বাংলা মানুষের হৃদয় জুড়ে বাংলায় গান করি
ভুবনডাঙার মাঠেও আজ বাংলা ভাষার হাসি।
সন্ত্রাস নয়,হুংকার নয়,চলে যাও বিদ্বেষী
আমরা নিয়েছি শপথ আর মুক্তি আন্দোলন,
চরাচরে একসাথে তাই বাঙালিয়ানার গর্ব
বাংলা ভাষার মাধুর্য্যে ভরে মানুষের বন উপবন।
(লেখক পরিচিতি -অধ্যাপক,মহীতোষ গায়েন, সিটি কলেজ, কলকাতা -৯ হোন ৭৭৯৭৫৫১৪০৫)