মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুর চিনিকলের আখচাষী কল্যাণ সংস্থার পুরষ্কার বিতরণ

Reporter Name
Update : সোমবার, ৩ জুন, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে ‘আখ চাষ বৃদ্ধি ও  অধিক ফলনের লক্ষ্যে’ আখচাষীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চিনিকলের  প্রশিক্ষণ ভবনে  আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ। আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু’র সঞ্চলনায় বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক(কারখানা) মো.আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(অর্থ) খোঃ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(প্রশাসন) মুহাম্মদ মিজানুর রহমান, মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া, সংস্থার সাবেক সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম,বিশিষ্ট আখচাষী অশোক পোদ্দার, মো.জমারত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,ব্যবস্থাপক(সম্প্রসারণ) প্রবীর মল্লিক,ব্যবস্থাপক(পরিঃ) একেএম কামরুল হাসান,ব্যবস্থাপক(বীজঃপঃ) কানিজ ফাতেমা রোকসানা, উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান, মিলস গেট ‘এ’ ও ‘বি’ সাবজোনের বিভিন্ন ইউনিটের  আখাচাষী প্রতিনিধি,আখচাষীবৃন্দ উপস্থিত ছিলেন। ১৮৩০ জন আখচাষীদের মাঝে পুরষ্কার হিসাবে ছাতা বিতরণ করা হয়।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ জানান, চলতি বছর মাঠে যে আখ রোপন করা হয়েছে সেসব আখের ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগ,প্রশাসন বিভাগ হতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সে সকল কর্মসূচী বাস্তবায়নের কাজ চলছে। আখচাষীদের সার্বিক সহযোগিতায় আশা করি এর ফল ইতিবাচক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host