সনতচক্রবর্ত্তীঃফরিদপুর শহরের আলিপুর ব্রিজ সংলগ্ন রাস্তার উপর থেকে প্রান্ত মিত্র নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৫.৭.২৩) সকাল সাতটায় জেলার আলিপুর ব্রিজ সংলগ্ন রাস্তায় উপর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। প্রান্ত মিত্র ওয়েরলেস পাড়ার বিকাশ দত্তের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে,বন্ধুর ফোন পেয়ে প্রান্ত মিত্র গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে ফোন বন্ধ। বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পরিবারের লোকজন আলিপুর ব্রিজে নিচে উদ্ধার হওয়া লাশ প্রান্তের সনাক্ত করে।পরিবারের লোকজন আরো বলেন, পড়াশোনা প্রান্ত বেশ মেধাবী ছিল। সে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্র। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে। তার শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।