মাদারীপুর থেকে কাওসার আলম মিঠু ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাডী ইউনিয়ন এর আডুয়াকান্দি নটাখোলা গ্রামের মাদকাসক্ত দুই বখাটে যুবক একই গ্রামের স্কুল ছাত্রী কে প্রেমের প্রস্তাবেরাজি না হওয়ায় ক্ষিপ্তহয়ে একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী দিগন্ত রায় ও একই ক্লাসে র জয় বিশ্বাস একই স্কুলের নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী বাড়ি থেকে আপন ভাই কে নিয়ে স্কুলে আসার পথে ওত পেতে থাকা দিগন্ত রায় ও একই ক্লাসে র জয় বিশ্বাস ছাত্রছাত্রী র মুখে পেট্রোল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ব্যাপারে দিগন্ত রায় ও একই ক্লাসে র জয় বিশ্বাস এর বিরুদ্ধে ছাত্রী র বাবা বাদি হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনা র দায়ে দুই জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। এব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলোমগির হোসেন বলেন, প্রেটোল নিক্ষেপ কারী দুই জনকে আমরা গ্রেফতার করেছি। মাদারীপুর জেলার পুলিশ সুপার এস এম মাসুদ আলম জানান, প্রেট্রোল নিক্ষেপ কারী দুই জনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু অনতিবিলম্বে সামাজিক ভাবে এওয়ারনেস তৈরি করে সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে।