সনতচক্রবর্ত্তী: ফরিদপুরে পৌর সদরে গৌর গোপাল এলাকায় বাসিন্দা ফরিদপুর শ্রমিকলীগের আইন সম্পাদক এ্যাডভোকেট প্রনব চক্র বর্ত্তীর স্ত্রী শিপ্রা গোস্বামী(৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেণ। বুধবার (১৩ সেপ্টেম্বর )সকাল ৯টা ৫মিনিটে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুর সময় তিনি স্বামী,দুই সন্তানসহ অসংখ্য গুনাহগারী রেখে গেছেন। শ্রিপ্রা গোস্বামীর মৃত্যুর খবর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিপ্রা গোস্বামী একমাত্র ছেলে এ্যাডভোকেট কল্যান চক্র বর্ত্তী বলেন, গত রাতে মা অসুস্হ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মাকে প্রাথমিক চিকিৎসা দিন।পরদিন বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ঐদিনে বিকাল ৩ টার সময় ফরিদপুর পৌর শ্মশানে দাহ করা হয়।